শিরোনাম
গত ১৪ নভেম্বর মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় নিরাপদ খাদ্য অফিসার,মোঃ নূর-ই- আলম সোহাগ কর্তৃক আয়োজিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়
বিস্তারিত
গত ১৪ নভেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কর্তৃক মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মায়ের দোয়া রেস্টুরেন্ট,মুসলিম সুইটস,অভি রেস্টুরেন্ট,হাজী নূর হোটেল,ভাই ভাই হোটেল এবং অবাক চা এন্ড রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।অনেক হোটেলে বাসি,পচা,রান্না ও কাচা খাবার ফ্রিজে একসাথে পাওয়া যায়।এসব খাবার তৎক্ষনাৎ ধ্বংস করা হয় এবং তাদের সতর্ক করা হয়। বিশেষ করে অবাক চা এন্ড রেস্টুরেন্টের অবস্থা বেশ খারাপ পাওয়া যায়।তাদেরকে
নিরাপদ খাদ্য বিষয়ে সুস্পষ্ট ধারণা দেয়া হয় এবং তাদেরকে ১০ দিনের সময় প্রদান করা হয় সংশোধনের জন্য।অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।এছাড়াও পরিষ্কার- পরিচ্ছন্ন পরিবেশে সকল খাদ্য পণ্য উৎপাদন ও অননুমোদিত রং ব্যবহার করতে নিষেধ করা হয়।এসময় তাদের মাঝে পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।
উক্ত মনিটরিংয়ে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ নূর-ই-আলম সোহাগ এবং সহযোগিতা করে অত্র কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী এবং অফিস সহায়ক।
জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ কার্যক্রম অব্যাহত থাকবে।