গত ২০ নভেম্বর ২০২৪ তারিখ মানিকগঞ্জ শিবালয় উপজেলার অক্সফোর্ড একাডেমিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মানিকগঞ্জ এর উদ্যোগে স্কুল ছাত্রীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক স্কুল প্রোগ্রাম আয়োজিত হয়।উক্ত প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেলাল হোসেন , প্রধান শিক্ষক এবং আরো উপস্থিত ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষকগণ । সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ নূর-ই-আলম সোহাগ, জেলা কার্যালয়, মানিকগঞ্জ। আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। এই সময় স্কুল শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্যের ৫টি মৌলিক ধারনা, খাবার কিভাবে অনিরাপদ হয় এবং নিরাপদ খাদ্য কেন প্রয়োজন ইত্যাদি বিষয়ে ধারনা দেওয়া হয়। প্রজেক্টরের মাধ্যমে তাদের নিরাপদ খাদ্য বিষয়ক টিভিসি দেখানো হয়। উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক লিফলেট,পারিবারিক খাদ্য নির্দেশিকা, নোটবুক,কলম বিতরন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস