Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মানিকগঞ্জে অনুষ্ঠিত জেলা ও উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকগণের সাথে অক্টোবর -২০২৪ মাসের মাসিক সমন্বয় সভা
বিস্তারিত

গত ২২ ই অক্টোবর   , ২০২৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মানিকগঞ্জে অনুষ্ঠিত জেলা ও উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকগণের সাথে মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়।

সভাপতি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতামূলক মাইকিং করা ও লিফলেট বিতরণে নিরাপদ খাদ্য পরিদর্শকগণ সার্বিক সহযোগিতা প্রয়োজন।

এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শকগণ বলেন, মাইকিং কার্যক্রমে বাজেট বৃদ্ধি করা হলে কার্যক্রমের ব্যপ্তি আরও বাড়ানো যাবে।

সভাপতি মানিকগঞ্জ জেলার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের তালিকা সংগ্রহ ও তা জেলা কার্যালয়ে প্রেরণ করতে বলেন।

নিরাপদ খাদ্য পরিদর্শকগণ জানান, তারা তালিকা সংগ্রহ ও তা নিয়মিত হালনাগাদ করেন।সভাপতি নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরাঁ, খাদ্যস্থাপনা ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত ও জোরদার করতে নিরাপদ খাদ্য পরিদর্শকদের অনুরোধ জানান ।নিরাপদ খাদ্য পরিদর্শকগণ জানান, তারা এ কাজে সদা সচেষ্ট থাকেন এবং মনিটরিং কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কে সর্বাত্নক সহযোগিতা করবেন।সভাপতি নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরাঁ, খাদ্যস্থাপনা ও বাজার থেকে বিভিন্ন ঝুকিপূর্ণ খাদ্যের নমুনা সনাক্তকরণ, সংগ্রহ এবং তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিরাপদ খাদ্য পরিদর্শকগণের সার্বিক সহযোগিতা প্রদান করতে বলেন।নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এ সময় বিভিন্ন উপজেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন খাদ্য নমুনা যেমন, জেলী, সরিষার তেল, চিপস, আচার, আইস ললি, জুস ও লাচ্ছি ইত্যাদির নমুনা সংগ্রহ করা যায় বলে সভাপতিকে জানান।

সভাপতি বলেন, প্রত্যেক উপজেলার সকল খাদ্যস্থাপনা ও বাজারে অভিযোগ নম্বর সম্বলিত স্টিকার লাগাতে হবে, যাতে ভোক্তাসাধারণ যে কোন অভিযোগ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কে সরাসরি জানাতে পারে। এসব স্টিকার কর্তৃপক্ষ হতে সরবরাহ করা হবে।

নিরাপদ খাদ্য পরিদর্শকগণ উক্ত স্টিকার লাগানো নিশ্চিত করবেন বলে জানান।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/11/2024
আর্কাইভ তারিখ
19/08/2025