গত ১৫ ই জুলাই , ২০২৪ খ্রিস্টাব্দে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মানিকগঞ্জে অনুষ্ঠিত জেলা ও উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকগণের সাথে মাসিক সমন্বয় সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়।
সভাপতি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতামূলক মাইকিং করা ও লিফলেট বিতরণে নিরাপদ খাদ্য পরিদর্শকগণ সার্বিক সহযোগিতা প্রয়োজন।
এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শকগণ বলেন, মাইকিং কার্যক্রমে বাজেট বৃদ্ধি করা হলে কার্যক্রমের ব্যপ্তি আরও বাড়ানো যাবে।
সভাপতি মানিকগঞ্জ জেলার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের তালিকা সংগ্রহ ও তা জেলা কার্যালয়ে প্রেরণ করতে বলেন।
নিরাপদ খাদ্য পরিদর্শকগণ জানান, তারা তালিকা সংগ্রহ ও তা নিয়মিত হালনাগাদ করেন।
সভাপতি নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরাঁ, খাদ্যস্থাপনা ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত ও জোরদার করতে নিরাপদ খাদ্য পরিদর্শকদের অনুরোধ জানান ।
নিরাপদ খাদ্য পরিদর্শকগণ জানান, তারা এ কাজে সদা সচেষ্ট থাকেন এবং মনিটরিং কার্যক্রমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, মানিকগঞ্জ কে সর্বাত্নক সহযোগিতা করবেন।
সভাপতি নিরাপদ খাদ্য নিশ্চিতে হোটেল-রেস্তোরাঁ, খাদ্যস্থাপনা ও বাজার থেকে বিভিন্ন ঝুকিপূর্ণ খাদ্যের নমুনা সনাক্তকরণ, সংগ্রহ এবং তাঁর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নিরাপদ খাদ্য পরিদর্শকগণের সার্বিক সহযোগিতা প্রদান করতে বলেন।নিরাপদ খাদ্য পরিদর্শকগণ এ সময় বিভিন্ন উপজেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন খাদ্য নমুনা যেমন, জেলী, সরিষার তেল, চিপস, আচার, আইস ললি, জুস ও লাচ্ছি ইত্যাদির নমুনা সংগ্রহ করা যায় বলে সভাপতিকে জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস